শুক্রবার
১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৩

এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে জান্নাতুল হাসান মাহিউন

ঢাকা  শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট – এসএসসি পরীক্ষায় ঢাকার  ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজউক  উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে জান্নাতুল হাসান মাহিউন।

জান্নাতুল হাসান মাহিউন বেক্সিমকো গার্মেন্টস এর সহকারী পরিচালক মেহেদি হাসান ও গৃহিণী আমিনা খাতুন দম্পতির বড় মেয়ে। ছোটবেলা থেকেই মাহিউন পড়াশোনায় অত্যন্ত মেধাবী। সে পিএসসি ও জেএসসি পরীক্ষায় গ্রীনলন স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছিল। পড়াশোনা ছাড়াও সে গান, কবিতা আবৃত্তি ও আঁকাআঁকিতে অত্যন্ত পারদর্শী।

ফলাফল বিবরণীতে দেখা যায় তার প্রাপ্ত মোট নম্বর ১১১০। এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বাবা-মা, চাচা-চাচী, দাদি-নানি, মামা-মামী, খালা- খালু এবং শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন জান্নাতুল হাসান মাহিউন। সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায় এবং গরীব দুখী মানুষের সেবা করতে চায়। সে সকলের কাছে বিনীতভাবে দোয়া প্রার্থী যেনো ভবিষ্যতে বড় হয়ে মানুষের সেবা করতে পারে।

পোস্টটি শেয়ার করুন...

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on tumblr
Share on whatsapp

রিলেটেড পোস্ট

ফেসবুক পেজে লাইক দিন

অন্যান্য পোস্ট