শনিবার
১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৩:৫৭

পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না: আব্দুর রহমান

alorontv.com

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের কেউ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে দল বিব্রত নয় এবং ভারত প্রসঙ্গে যা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিবেন।

আজ শনিবার (২০ আগস্ট) দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে শোক দিবস উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এই কথা বলেন। তিনি আরও বলেন, কোনো দেশের সমর্থনের ওপর ভর করে ক্ষমতায় যাওয়া বা থাকার চিন্তা করে না আওয়ামী লীগ। উক্ত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে তার কোনো বক্তব্য জানা যায়নি।

আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার একজন অন্যতম ষড়যন্ত্রকারী ছাড়াও সহস্রাধিক সেনা কর্মকর্তাকে বিনা বিচারে খুন করেছেন।

আর বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রতিশোধ নিতে নয়; ন্যায়বিচার নিশ্চিত করতে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরত চায় বাংলাদেশ।

পোস্টটি শেয়ার করুন...

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on tumblr
Share on whatsapp

রিলেটেড পোস্ট

ফেসবুক পেজে লাইক দিন

অন্যান্য পোস্ট