শুক্রবার
১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫৯

স্বৈরাচারকে নিয়ে ধূমকেতুর বিশেষ কবিতা “ভীষণ চাপ”

ভীষণ চাপ

কাঁঠাল রানীর মন ভালো নেই, আছে ভীষণ চাপে

স্টেপ ডাউন শেখ হাসিনা জনতার ফোনে ফোনে!!

জ্বালা জ্বালা এ ভীষণ জ্বালা বিদ্রোহ চারদিকে,

জনতা, পুলিশ, প্রশাসন সব এক হয়ে বুঝি গেছে।

হামলার ভয়, মামলার ভয়, বুকে পুলিশের গুলি –

সব টোটকাই ব্যর্থ আমার শুনি বিদ্রোহের ধ্বনি

শেষের শুরু তবে কি আমার বাঁচবে বিদায় ঘন্টা

শাস্তির ভয়ে দুরু দুরু মন ভয়ে কাঁপছে হৃদয় বুকটা

১৫ বছরে কত গুম, খুন হয়েছে যে কত চুরি,

সব হিসেবের মাশুল তবে কে আমার কাছেই নিবি?

কত অবদান, কত শ্রম-ঘাম দিয়েছি আমার ঢেলে,

এ বয়সেও এসে দু-তিন ঘন্টা ঘুমাই রাতে দিনে।

আজকে তবে ম্লান হলো সব দ্রব্যমূল্যের চাপে?

দিনের ভোট রাতে করিয়েছি আশির তৈল দু’শো,

তখনও তো বাঙালি শান্তশিষ্ট সুবোধ বালক ছিল।

তবে কোন পাপে, কোন অপরাধে বাঙ্গালী যে বিপ্লবী!

রক্ষা করো আল্লাহ-খোদা, সুযোগ একটা দাও,

প্রাণ বাঁচিয়ে জনরোষ থেকে স্বাভাবিক হতে দাও।

বিবেক বলে ধমকি দিয়ে, খামোশ- শয়তানী চুপ কর,

এতো পাপ এতো শয়তানী করে আবার সুযোগ চাস?

না না না এতো অন্যায় আর জুলুম, হারাম করে

টেকেনী ফারাও, নমরুদ কেউ ইতিহাস কথা বলে।

উপায় একটা এখনো আছে ওরে শয়তানী শোন,

জনতার কাছে ভুল স্বীকার করে, গণতন্ত্র মুক্ত কর।।

পোস্টটি শেয়ার করুন...

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on tumblr
Share on whatsapp

রিলেটেড পোস্ট

ফেসবুক পেজে লাইক দিন

অন্যান্য পোস্ট