শনিবার
১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪৩

এনজিওতে ১০০ কর্মী নিয়োগ, বেতন ২৪০০০ টাকা

সম্প্রতি ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ দিবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: শিক্ষানবিশ ফিল্ড অফিসার

পদসংখ্যা: ১০০

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা কলেজ হতে কমপক্ষে স্নাতক পাশ হতে হবে। আগ্রহী প্রার্থীর বয়স ২৪-৩৫ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। মাঠ পর্যায়ে অতি দরিদ্র মানুষ ও অতিরিক্ত চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে। বাংলাদেশের যেসব স্থানে ইএসডি’র কর্মসূচি রয়েছে সেসব স্থানে কাজ করার জন্য আগ্রহী থাকতে হবে। মোটর সাইকেল ও বাই-সাইকেল চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। মোটর সাইকেল চালনায় বৈধ লাইসেন্সধারীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।

আরও পড়ুন: আকিজ গ্রুপে চাকরি

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ডাইভিং লাইসেন্সের কপি (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র ও নাগরিক সনদপত্রের কপিসহ এপিসি-এইচআর, মানবসম্পদ বিভাগ, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ঠিকানায় পাঠাতে হবে। তবে রাজশাহী বিভাগের প্রার্থীদেরকে এপিসি-এইচআর, মানবসম্পদ বিভাগ, ইএসডিও বাসা নং-১৫৩ (লোটাস পার্ক), সেক্টর নং-২, উপশহর, রাজশাহী সদর, রাজশাহী বরাবরে পাঠাতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: নির্বাচিত প্রার্থীদেরকে শিক্ষানবিশ কালে মাসিক ১৮০০০ টাকা বেতন দেয়া হবে। শিক্ষানবিশ শেষে চাকরি স্থায়ীকরনের পর মাসিক বেতন হবে ২৪০০০ টাকা। এছাড়াও সংস্থার নীতিমালা অনুসারে বছরে দুইটি ঈদ বোনাস, সিপিএফ, গ্র্যাচুয়্যাটি, বীমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিতসা ভাতা, বৈশাখি ভাতা ও পারফরম্যান্স বোনাস প্রদান করা হবে।

আবেদনের সময়সীমা: আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, ২০২২

পোস্টটি শেয়ার করুন...

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on tumblr
Share on whatsapp

রিলেটেড পোস্ট

ফেসবুক পেজে লাইক দিন

অন্যান্য পোস্ট