বুধবার
১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৯

ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান: ‍আন্তর্জাতিক বিষয়াবলি

প্রশ্ন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের জন্য কাকে মনোনীত করেছেন?

উত্তর: অজয় বাঙ্গা।

প্রশ্ন: সম্প্রতি কোন ব্যাংক পাকিস্তানকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে?

উত্তর: চায়না ডেভেলপমেন্ট ব্যাংক।

প্রশ্ন: ডেঙ্গু প্রাদুর্ভাবের কারণে কোন দেশ জরুরী স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে?

উত্তর: পেরু।

প্রশ্ন: কোন দেশ সম্প্রতি Uber Cup জিতলো?

উত্তর: দক্ষিণ কোরিয়া।

প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কোন শহরকে স্পষ্টভাবে বর্ণবৈষম্য নিষিদ্ধ করেছে?

উত্তর: সিয়াটল।

প্রশ্ন: বিশ্বব্যাপি কোন কোম্পানির গার্হস্থ্য যন্ত্রপাতির নাম পরিবর্তন করে ‘Versuni’ রাখা হয়েছে?

উত্তর: Philips

প্রশ্ন: কোন দল ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২২ শিরোপা জিতেছে?

উত্তর: রিয়াল মাদ্রিদ।

প্রশ্ন: ‘UNESCO শান্তি পুরস্কার ২০২২’ কে ভূষিত হয়েছেন?

উত্তর: অ্যাঞ্জেলা মার্কেল।

প্রশ্ন: কোন দেশ তার প্রথম নারী মহাকাশচারীকে একটি মহাকাশ মিশনে পাঠাবে?

উত্তর: সৌদি আরব।

প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোন দেশে মারবার্গ রোগের প্রথম প্রাদুর্ভাব নিশ্চিত করেছে?

উত্তর: বিষুবীয় গিনি।

প্রশ্ন: ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে কোন দেশ জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করেছে?

উত্তর: নিউজিল্যান্ড।

প্রশ্ন: আন্তর্জাতিক শৈশব ক্যান্সার দিবস কবে পালন করা হয়?

উত্তর: ১৫ই ফেব্রুয়ারি।

প্রশ্ন: কোন দেশের আর্মি বিশ্বের প্রথম ‘SWARM’ ড্রোন সিস্টেম পেয়েছে?

উত্তর: ভারত।

প্রশ্ন: গ্লোবাল টেক সামিট (GTS) কোন শহরে অনুষ্ঠিত হবে?

উত্তর: বিশাখাপত্তনপম।

প্রশ্ন: আন্তর্জাতিক T20 ক্রিকেটে ১০০টি উইকেট নেয়া প্রথম ভারতীয় মহিলা বোলার কে?

উত্তর: দীপ্তি শর্মা।

প্রশ্ন: ইউটিউবের নতুন CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর: নীল মোহন।

প্রশ্ন: জাতিসংঘের কোন সংস্থায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নিয়ে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়?

উত্তর: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

প্রশ্ন: ‘ওমরগাস খানদেশ’ কোন কীটপতঙ্গের নতুন আবিষ্কৃত প্রজাতি?

উত্তর: বিটল।

প্রশ্ন: সাইপ্রাসের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কে?

উত্তর: নিকোস ক্রিস্টোডৌলিডস।

প্রশ্ন: বিশ্ব বইমেলা ২০২৩ কোন কর্তৃপক্ষ দ্বারা আয়োজিত হবে?

উত্তর: ন্যাশনাল বুক ট্রাস্ট।

প্রশ্ন: তোরখাম কোন দেশের সাথে আফগানিস্তানের সীমানা তৈরি করে?

উত্তর: পাকিস্তান।

প্রশ্ন: সম্প্রতি কোন মোবাইল কোম্পানি ৬০ বছরের মধ্যে এই প্রথমবার লোগো পরিবর্ত্ন করেছে?

উত্তর: Nokia

প্রশ্ন: Best FIFA Football Awards এ ফিফা কর্তৃক ২০২৩ সালের সেরা খেলোয়াড় হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর: লিওনেল মেসি।

প্রশ্ন: সম্প্রতি নাসার বিজ্ঞান প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর: নিকোলা ফক্স।

প্রশ্ন: সামরিক মহড়া Desert Flag VIII কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?

উত্তর: সংযুক্ত আরব আমিরাত।

প্রশ্ন: মহিলা ক্রিকেটে ষষ্ঠবারের মতো ICC T20 বিশ্বকাপ ট্রফি ২০২৩ জিতেছে কোন দেশ?

উত্তর: অস্ট্রেলিয়া।

প্রশ্ন: নিচের কোনটি AI ল্যাঙ্গুয়েজ মডেল LLaMA চালু করতে চলেছে?

উত্তর: মেটা (META)।

প্রশ্ন: ‘New START Treaty’ কোন দুটি দেশের মধ্যে চুক্তি?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র – রাশিয়া।

প্রশ্ন: ‘মুকাব’ কোন দেশের সাথে যুক্ত একটি নতুন উন্নয়ন প্রকল্প?

উত্তর: সৌদি আরব।

প্রশ্ন: ULTRASAT কোন দেশের প্রথম টেলিস্কোপ মিশন?

উত্তর: ইসরাইল।

প্রশ্ন: সম্প্রতি কোন দেশে প্রায় ৬.৮ মাত্রার ভূমিকম্প পরিলক্ষিত হয়েছে?

উত্তর: তাজিকিস্তান।

পোস্টটি শেয়ার করুন...

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on tumblr
Share on whatsapp

রিলেটেড পোস্ট

ফেসবুক পেজে লাইক দিন

অন্যান্য পোস্ট