শুক্রবার
১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২১

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ

সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাধিক প্রভাষক ও সহযোগী অধ্যাপকসহ কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। আগ্রহীদেরকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে।

১) পদের নাম: সহযোগী অধ্যাপক

পদসংখ্যা: ০২ টি (স্থায়ী)

বিভাগ ও পদসংখ্যা: ম্যানেজমেন্ট স্টাডিজ (০১) এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (০১)

যোগ্যতা ও অভিজ্ঞতা:

ক) সহযোগী অধ্যাপক পদের জন্য স্নাতকোত্তর ডিগ্রিদারীদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে ০৫ বছরের শিক্ষকতা অভিজ্ঞতাসহ মোট ১০ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া স্বীকৃত মানের জার্নালে সহকারী অধ্যাপক হিসেবে তিনটি সহ মোট পাঁচটি প্রকাশনা থাকতে হবে।

খ) এমফিল অথবা সমমান ডিগ্রিদারীদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে ০৪ বছরের শিক্ষকতা অভিজ্ঞতাসহ মোট ০৮ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।এছাড়া স্বীকৃত মানের জার্নালে সহকারী অধ্যাপক হিসেবে তিনটি সহ মোট পাঁচটি প্রকাশনা থাকতে হবে।

গ) পিএইচডি অথবা সমমান ডিগ্রিদারীদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে ০৩ বছরের শিক্ষকতা অভিজ্ঞতাসহ মোট ০৭ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।এছাড়া স্বীকৃত মানের জার্নালে সহকারী অধ্যাপক হিসেবে তিনটি সহ মোট পাঁচটি প্রকাশনা থাকতে হবে।

বেতন স্কেল: গ্রেড-৪, জাতীয় বেতন স্কেল-২০১৫

২) পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ০৬ টি (স্থায়ী)

বিভাগ ও পদসংখ্যা: মার্কেটিং (০১), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিরিয়ারিং (০২), কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (০৩)

যোগ্যতা ও অভিজ্ঞতা:

ক) প্রভাষক পদের জন্য প্রার্থীর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয়টিতে জিপিএ পদ্ধতি প্রবর্তনের আগের ক্ষেত্রে প্রথম বিভাগ থাকতে হবে। জিপিএ পদ্ধতি প্রবর্তনের পরের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয়টিতে জিপিএ-৫ এর স্কেলে কমপক্ষে ৪.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় কমপক্ষে যেকোনো একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে এবং শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। সিজিপিএর ক্ষেত্রে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় উভয়টিতে ৪ এর স্কেলে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকলে অন্যান্য শিক্ষাগত যোগ্যতার যেকোনো একটি শর্ত শিথিল করা যেতে পারে।

খ) কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পানি সম্পদ প্রকৌশল, পু্রকৌশল, মেরিন প্রকৌশল বা ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রিজিলিয়েন্স বিষয়ে চার বছর মেয়াদি ইঞ্জিনিয়ারিং বা স্নাতক (সম্মান) ডিগ্রিসহ উক্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা উপকূলবিদ্যা বা দুর্যোগবিজ্ঞান বা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

গ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় শ্রেণিতে ন্যূনতম সিজিপিএ-৪ এর স্কেলে ৩.৫০ প্রাপ্ত প্রার্থী পাওয়া না গেলে এর যেকোনো একটিতে সিজিপিএ-৪ এর স্কেলে ৩.৪৫ পর্যন্ত শিথিলযোগ্য হবে।

বেতন স্কেল: গ্রেড-৯, জাতীয় বেতন স্কেল-২০১৫

৩) পদের নাম: মেডিকেল অফিসার (নারী)

পদসংখ্যা: ০১ টি (স্থায়ী)

যোগ্যতা ও অভিজ্ঞতা: আগ্রহী প্রার্থীকে অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন মেডিকেল কলেজ থেকে কমপক্ষে এমবিবিএস পাস হতে হবে। শিক্ষাজীবনে সব পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি, বিভাগ বা সিজিপিএ-৩.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতর ডিগ্রিধারী বা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে উল্লিখিত যোগ্যতা শিথিল করা যেতে পারে।

বেতন স্কেল: গ্রেড-৯, জাতীয় বেতন স্কেল-২০১৫

৪) পদের নাম: সেকশন অফিসার
পদসংখ্যা: ০১ (স্থায়ী)
বিভাগ: উপাচার্যের কার্যালয়

যোগ্যতা ও অভিজ্ঞতা: আগ্রহী প্রার্থীকে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনে সব পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি, বিভাগ বা সিজিপিএ-৩.০০ থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন স্কেল: গ্রেড-৯, জাতীয় বেতন স্কেল-২০১৫

৫) পদের নাম: প্রটোকল ও লিয়াজোঁ অফিসার
পদসংখ্যা: ০১ (স্থায়ী)
বিভাগ: রেজিস্ট্রারের কার্যালয়
যোগ্যতা ও অভিজ্ঞতা: আগ্রহ প্রার্থীকে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং শিক্ষাজীবনের সব পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি, বিভাগ বা সিজিপিএ–৩.০০ থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

বেতন স্কেল: গ্রেড-৯, জাতীয় বেতন স্কেল-২০১৫

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদেরকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়, কর্ণকাঠী, বরিশাল সদর, বরিশালের ডিসপ্যাচ শাখা থেকে ৫০ টাকা দিয়ে ফরম সংগ্রহ করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ ১ নম্বর পদের জন্য ১১ সেট ও ২ থেকে ৫ নম্বর পদের জন্য ০৮ সেট আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি জমা দিতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://bu.ac.bd/tis/user_images/254601.pdf

পোস্টটি শেয়ার করুন...

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on tumblr
Share on whatsapp

রিলেটেড পোস্ট

ফেসবুক পেজে লাইক দিন

অন্যান্য পোস্ট